আমি চাই ‘গৌরীপুর জংশন’ উপন্যাসটির শতভাগ সদ্ব্যবহার করতে চলচ্চিত্র মাধ্যমে। চলচ্চিত্রটি দেখে ওপার থেকে যেন তিনি মুগ্ধ হন। সেই ভাবনা নিয়েই আমি চলচ্চিত্রটি নির্মাণ করতে চাই।
ইয়ে, এপারের সিনেমা কি আজকাল 'পরপারেও' প্রদর্শিত হচ্চে? ডিস্টিবিউটরটা কে? আমি তাহলে কিছু সিনেমার লিস্টি ধরায়া দিতাম আর্কি!
0 মন্তব্যসমূহ