নন্দকুঁজা, গুমানী, গুড়, বড়াল, তুলসী চেঁচিয়া, ভাদাই, চিকনাই, বানগঙ্গা - এই শব্দগুলো কিসের পরিচায়ক বলতে পারেন? এগুলো নদীর নাম, বাংলাদেশের বিলুপ্তপ্রায় নদীগুলোর কয়েকটি। এই নদীগুলো চলনবিল এলাকায় অবস্থিত। বিলুপ্তপ্রায় এই নদীগুলোর সাথে আরও দুটো নদীর নাম আছে - ওগুলো অপেক্ষাকৃত বেশী পরিচিত - আত্রাই এবং করতোয়া! এই নদীগুলো সহ মোট ১৬টি নদীতে নৌযান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। নৌযানের অভাবে বন্ধ হয়েছে ছোট বড় অনেকগুলো নৌবন্দর - গুরুদাসপুরের চাঁচকৈড়, নাজিরপুর, সিংড়ার, বড়াইগ্রামের আহম্মেদপুর, তাড়াশের ধামাইচ, নাদোসৈয়দপুর, চাটমোহরের ছাইকোলা, অষ্টমণিষা, মির্জাপুর ভাঙ্গুড়া ইত্যাদি।
একটা নদী মরে গেলে সাথে সাথে আরও কতকিছু মরে যায় - খাল, নদীবন্দর, নৌকা, মাঝি, নৌকাবাইচ, বেদেবহর আরও কত কি। আর মারা যায় গান - মাঝি বাইয়া যাও রে ....
নদীর গান মরে গেলে সেখানে ভ্যাকুয়াম তৈরী হয় - সেই খালি জায়গায় বাজে আকনের 'ছাম্মোক ছালো', 'আই ওয়ানা ফাক ইউ!'
0 মন্তব্যসমূহ