আন্টি আমি নওশিন, ফারিয়া আছে" - এই অ্যাডটা দেখার পরে বোধহয় এ যুগের বাবা মায়েরা আরেকটু দুশ্চিন্তায় পড়বেন। রমনা পার্কের গেটে স্কুল ড্রেস পড়া ছেলে মেয়েদের প্রবেশে নিষেধাজ্ঞার সাইনবোর্ড লাগানো হয়েছে, স্কুলগুলোতে মাল্টিমিডিয়া মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা চলছে বেশ কয়েক বছর হল। অপরিণত বয়সের এই বাচ্চাকাচ্চাদের 'প্রেমরোগ' থেকে বাচানোর জন্য আর কি কি করতে হবে বাবা-মা'দেরকে?
0 মন্তব্যসমূহ