সিনেমার সাথে অপ্রাসংগিক, তাই এই পোস্টের স্থায়িত্ব মাত্র এক সপ্তাহ।
গেল অক্টোবরে বান্দরবানে ঘুরতে বেরিয়েছিলাম। বান্দরবান শহরে স্বর্ণমন্দির, মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক এবং নীলগিরি, বান্দরবানের বাহিরে রুমা, ঝিরির রাস্তায় বগালেক এবং কেওক্রাডং। পাচদিনের এই ট্যুর নিয়ে ব্লগ লিখেছিলাম চতুর্মাত্রিকে। লিখতে ভালো লাগছিল, তাই আকৃতি বড় হতে হতে আট পর্বে চলে গেল। এই আটটি পর্ব নিয়েই বানিয়ে ফেললাম একটি ই-বুক - হাতের মুঠোয় মেঘদল।
পাঠকদের জন্য ইবুকটি আপলোড করা হলো মিডিয়াফায়ারে।
ই-বুক: হাতের মুঠোয় মেঘদল (বান্দরবান ভ্রমনব্লগ)
সাইজ: ৩ মেগাবাইট
ধন্যবাদ।
2 মন্তব্যসমূহ
পোস্টটা থাকতে পারে, নাহলে এই ইবুকের কোন পাত্তা সহজে পাওয়া যাবে না।
উত্তরমুছুনডানদিকের লিংকে যোগ করে দিয়েছি তো :)
উত্তরমুছুন