কবিতা বোঝার নয়, কবিতা অনুভব করার। সিনেমা যে শুধু দেখার নয়, বোঝার নয় বরং অনুভব করার সেটা বোঝা যায় কিম কি দুকের সিনেমা দেখলে। সাউথ কোরিয়ান এই সিনেমা পরিচালক তার মনের ভাব শব্দে প্রকাশ না করে ইমেজের মাধ্যমে প্রকাশ করার যে মুণ্সিয়ানা দেখিয়েছেন, তা বিস্ময়কর, অসাধারন এবং নি:সন্দেহে প্রশংসনীয়।
সাউথ কোরিয়ান এই সিনেমা পরিচালক জন্মেছিলেন ডিসেম্বরের ২০ তারিখে, সময়টা ১৯৬০ সাল। জায়গার নাম বংহুয়া, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা তাকে সিনেমার জন্য নান্দনিক প্রকৃতিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে বেছে নিতে সহায়তা করেছে। শিল্পকলা নিয়ে পড়াশোনা করেছেন, হয়তো এ কারণেই তার নির্মিত সিনেমায় কাহিনী আর ঘটনার বিমূর্ত চিত্র ফুটে উঠে বেশ সফলতার সাথে। স্প্রিং সামার ফল উইন্টার অ্যান্ড .. স্প্রিং সিনেমাটি তার নবম সিনেমা। এই সিনেমার মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ কিছু দর্শক সৃষ্টি করলেও তার যাত্রা শুরু হয় ক্রোকোডাইল সিনেমার মাধ্যমে।
১৯৯০ থেকে ১৯৯৩ - এই চার বছর প্যারিসে নিজের ছবি বিক্রি করে জীবিকা নির্বাহ করেছিলেন কিম কি দুক। তারপর নিজ দেশে ফিরে শুরু করেন চিত্রনাট্য লেখা এবং ২০০৫ সালে জিতে নেন কোরিয়ান ফিল্ম কাউন্সিল কতৃক আয়োজিত এক প্রতিযোগিতার প্রথম পুরস্কার। পরের বছর ক্রোকোডাইল সিনেমার মাধ্যমে যে যাত্রা শুরু করেছিলেন তা এখনো অব্যাহত আছে। ২০০৮ সালের 'ড্রিম' সিনেমার মধ্য দিয়ে তার নির্মিত সিনেমার সংখ্যা দাড়িয়েছে ১৫ টি।
২০০০ সালেই কিম কি দুক নির্মান করেন আরেকটি সিনেমা, নাম 'রিয়েল ফিকশন'। সিনেমা হিসেবে খুব আলোচিত না হলেও এর নির্মান পদ্ধতির জন্য এটি আলোচিত। এই সিনেমাটি রিয়েল টাইমে নির্মিত, কোন রিটেক নেয়া হয় নি এবং ইচ্ছে করেও লো কোয়ালিটির অনেক ভিডিও এখানে ব্যবহার করেছেন কিম।
২০০৩ সালে কিম নির্মান করেন তার স্প্রিং সামার ফল উইন্টার অ্যান্ড ... স্প্রিং সিনেমাটি। সিনেমার কাহিনী একজন বৌদ্ধ ধর্মাবলাম্বী মন্কের। কিভাবে সময়ের আবর্তনের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তার জীবন প্রবাহিত হয় সে গল্পই দেখা যায় এই সিনেমায়। শৈশব, যৌবন, বার্ধক্যে নানা ঘটনা তাকে বুঝতে শেখায়, জীবন একটা চক্র, নির্দিষ্ট সময় পর পর আবর্তিত হয়। মানুষের জীবনের দৃ:খ, আনন্দ, বেদনা ইত্যাদি তুলে ধরার চেষ্টা করেছেন কিম। এই সিনেমায় কিম অনেক পরিবর্তিত বিশেষ করে তার পূর্বের কাজগুলোর তুলনায় যা তাকে সিনেমা বোদ্ধা থেকে শুরু করে সকল স্তরের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলে।

একই বছর কিমের আরেকটি সিনেমা থ্রি আয়রন মুক্তি পায়। বোধহয় এ যাবত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এটাই সবচে' বেশী কাব্যিক এবং বিমূর্ত। যদিও সিনেমার কাহিনীর শুরুটা বেশ আকর্ষনীয়, শেষ দিকে সিনেমার ব্যাখ্যা করতেই দর্শক বেশী ব্যস্ত হয়ে পড়বেন নি:সন্দেহে। মোটরবাইকের আরোহী এক ছেলে সারা দিন ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ির দরজায় টেকআউট মেনু লাগায়, আর রাতের বেলা সেই সব বাড়ির মধ্য থেকে খালি একটি বাড়ি বেছে নিয়ে চুরি করে ঢোকে, নিজের ঘরের মতো করে থাকে। আবার রাড়ির মালিক ফিরে আসার পূর্বেই রাস্তায় নেমে পড়ে। এমনই এক ঘটনায় তার সাথে জড়িয়ে পড়ে সান হুয়ার সাথে যে কিনা একসময় বিভিন্ন ন্যুড ফটোগ্রাফির মডেল ছিল। স্বামীর সাথে তিক্ত সম্পর্ক আর মোটরবাইকের আরোহীর ত্রানকর্তার রূপে সে তার সাথেই ঘর ছাড়ে। কিন্তু স্বামী আবার ফিরে পায়। জেলে বন্দী হয় বাইক আরোহী। তারপরই সিনেমার কাব্যিক রূপ চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়।
থ্রি আয়রনের পরে কিম আরও চারটি সিনেমা নির্মান করেছেন, যথাক্রমে দ্য বো, টাইম, ব্রেথ এবং ড্রিম, প্রত্যেক বছরে একটা করে। দ্য বো'তে কাহিনী ৬০ বছর বয়সী এক বৃদ্ধ এবং ১৬ বছর বয়সী এক কুমারী মেয়ের সম্পর্ক নিয়ে। ৬ বছর বয়সে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বৃদ্ধ। তারপর থেকে মেয়েটি তার সাথেই আছে, থাকছে একটি জাহাজে। ১০ বছরে মাটিতে নামেনি একবারও। বৃদ্ধের ইচ্ছা মেয়েটিকে বিয়ে করবে তার ১৭ বছর বয়সে, সে জন্য সে প্রস্তুতি গ্রহন করে। বৃদ্ধের আরেকটি গুন আছে, তীর নিক্ষেপ করে ভাগ্য গননা করতে পারে সে, এক্ষেত্রে তাকে সহায়তা করে কিশোরী মেয়েটি। সব কিছু ভালোই চলছিল, ঘটনা পাল্টে যায়, যখন একটি তরুন ছেলে তাদের জাহাজে আসে মাছ ধরতে এবং মেয়েটি তার প্রতি অনুরক্ত হয়। নানাবিধ নাটকীয়তার মাধ্যমে সিনেমা রূপান্তরিত হয় একটি কবিতায়।
টাইম সিনেমার কাহিনীটিও সুন্দর। অসুন্দর চেহারা দেখতে দেখতে প্রেমিক ক্লান্ত হয়ে পড়বে এই আশংকায় প্রেমিকাটি কিছু না জানিয়ে হারিয়ে যায়, প্লাস্টিক সার্জারি করে পরিবর্তন করে তার চেহারার। কিন্তু নতুন চেহারা নিয়ে ফেরত আসার পরে তাকে ভালো লাগলেও প্রেমিক মানুষটি তার অসুন্দর চেহারার পুরাতন প্রেমিকাকে ভুলতে পারে না। মানসিক এক যাতনায় আটকে যায় মেয়েটি।
অন্যদিকে ড্রিম সিনেমায় ছেলেটি স্বপ্নে যা দেখে তাই ঘটে যায় একটি মেয়ের জীবনে। ঘুমানোর সময় হেটে হেটে একের পর এক কাজ করে মেয়েটি। খুন হয়ে যায় একজন। বাচতে হলে ছেলেটি এবং মেয়েটির একত্রে ঘুমানো যাবে না। স্বপ্নে পুরুষটি তার প্রাক্তন প্রেমিকার সাথে মিলিত হতে যায় কারণ তাকে সে অনুভব করে এখনো, অন্যদিকে মেয়েটি প্রচন্ড ঘৃনা করে তার প্রাক্তন প্রেমিককে অথচ ঘুমের ঘোরে তার সাথেই মিলিত হতে যাত্রা করে সে। বেশ ঘোরালো এই পরিস্থিতি পাল্টে যায় যখন মেয়েটি মানসিক রোগীতে পরিণত হয়। এই সিনেমার শেষটাও একে কবিতায় রূপান্তরিত করে।
২০০৮ এর পর থেকে তার সিনেমা নির্মান এখন পর্যন্ত বন্ধ আছে। তার সবকটি সিনেমার চিত্রনাট্যকারও তিনি। স্প্রিং সামার থেকে শুরু করে বাকীগুলোর সম্পাদনা করেছেন তিনি, অতঁর বলতে যা বোঝায় কিম এখন তাই। কিমের এগারোটি সিনেমা দেখার পর তার পরিচালনার স্টাইল সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে। কিমের সিনেমার চরিত্ররা কথা কম বলে। এই 'কম' এর মাত্রা এতটাই তীব্র যে পুরো সিনেমায় তাদের ডায়লগ থাকে না বললেই চলে, কিমের সিনেমায় হিংস্রতার একটা প্রকাশ থাকেই। দ্য আইল সিনেমায় মেয়েটির কোন ডায়লগ নেই, একটি তীব্র চিতকার ছাড়া। থ্রি আয়রন সিনেমায় মোটরবাইকের আরোহীর কোন ডায়লগ নেই, নায়িকা মেয়েটিরও ছিল না, কিন্তু শেষে দু একটি ডায়লগ পাওয়া যায়। স্প্রিং সামারে ও একই অবস্থা। ব্যাড গাই সিনেমায় প্রধান চরিত্র পুরুষটি নির্বাক। সেই দিক থেকে সামারিটান গার্লে সংলাপ রয়েছে বেশ। এমন নয় যে তারা কথা বলতে পারে না, বরং কিম চান দর্শকরা যেন তাদের কোন কথা শুনতে না পারেন। অবশ্য লক্ষ্য করলে বোঝা যাবে তার সিনেমার ঠিক সেই মানুষগুলোই চুপচাপ যাদের রয়েছে কোন না কোন অপরাধবোধ। কিমের ভাষায়, মানুষের প্রতি তাদের বিশ্বাষ ভঙ্গ হয়েছে, তাই তারা নিরব। তাদের নিরবতা এক প্রকার ভাষাই, সাইন ল্যাঙ্গুয়েজ। এমনকি তাদের হিংস্রতা তাদের এই গোপন কষ্ট আর বেদনারই একটা বহি:প্রকাশ।
সেক্স নিয়ে কিমের কোন আদিখ্যেতা নেই। বেশ্যাবৃত্তি তার সিনেমায় বারবার ঘুরে ঘুরে এসেছে। ব্যাড গাই, দ্য আইল, সামারিটান গার্ল। অন্যান্য সিনেমায় যৌনতা একটা বড় গুরুত্বপূর্ন অংশ। সেক্সের এই প্রকাশ মোটেও রুচিসম্মত নয়, নান্দনিক তো নয়ই। বরং থ্রি আয়রন সিনেমায় যৌনতার প্রকাশ বেশ নান্দনিক, সাবলীল।
অল্প বাজেটে, সীমিত লোকেশনে কিম যে সিনেমা নির্মান করেন তার বেশিরভাগই ব্যবসা সফল নয়, অন্তত: কোরিয়াতে নয়। তবে, অন্যান্য দেশগুলোতে সিনেমাবোদ্ধাদের কাছে বেশ গ্রহনযোগ্যতা আছে কিমের। একই সাথে সিনেমা সমালোচকদের বিষ-দৃষ্টিসীমানায়ও আছেন কিম কি দুক। তাকে পশু, সাইকো ইত্যাদি নামে অভিহিত করতে বাধে নি সমালোচকদের। এ কারণেই কিম সিদ্ধান্ত নিয়েছিলেন সাংবাদিকদের কাছে কোন সাক্ষাতকার দেবেন না।
সব মিলিয়ে কিমের সিনেমা কিরকম? আত্মজীবনী? কিম বলেন, অনেকটাই। নিজের জীবনের বেশ কিছু প্রশ্নের সমাধান তিনি খুজে নিচ্ছেন তার পরিচালনার মুণ্সিয়ানা দিয়ে। কতটা কাব্যিক তার সিনেমা? কিম বলেন, সেমি অ্যাবস্ট্রাক্ট। সিনেমার গল্প কবিতায় রূপান্তরিত হয় মুহুর্তেই। দ্য আইল সিনেমায় আসামী লোকটি হারিয়ে যায় জঙ্গলে, সে জঙ্গল মেয়েটির যৌনকেশ ছাড়া আর কিছু নয়। থ্রি আয়রন সিনেমায় ছেলেটি নিজেকে অদৃশ্য করার চাতুরী শিখে নেয়, আর তাই দুজনের একটি পরিবারে থেকেও সে তার প্রেমিকার থেকে দূরে নয় একটুও। ড্রিম সিনেমায় মানসিক রোগী মেয়েটি গলায় দড়ি দেয়, কিন্তু যেটা পড়ে থাকে সেটা লাশ নয়, একটা জীবন্ত প্রজাপতি মাত্র।
আসলেই সেমি অ্যবস্ট্রাক্ট। কবিতা সবসময় কাগজেই লিখতে হয় না, সেলুলয়েডও কবিতার খাতা হতে পারে, কিম কি দুক তার জলজ্যান্ত প্রমাণ। কিমের প্রতিটি সিনেমা একটি কবিতা, সেখানে রয়েছে বাস্তবতার বাহিরে আরও অতিরিক্ত কিছু, সেখানে কিমের কল্পনা, আমাদের স্বপ্ন - সব কিছুর সংমিশ্রন।
12 মন্তব্যসমূহ
দারুন :D
উত্তরমুছুনবেশ কয়েকটী দেখা হয়েছে কিম এর।কোরিয়ান মুভির প্রেমে পড়ে গেছি।
উত্তরমুছুনকিম কি দুক কে নিয়ে লেখা অনেক শক্ত কাজ আমার মনেহয়। আপনার লেখা কিম কি দুক কে জানতে অনেক সহায়তা করবে আগ্রহীদের । কিম কি দুক কে নিয়ে বাংলা আর কোন লেখা থাকলে জানাবেন। ধন্যবাদ ।
উত্তরমুছুনvalo lagse... :D
উত্তরমুছুনধন্যবাদ মাস্টার :)
উত্তরমুছুনভালৈসে
উত্তরমুছুনদারাশিকোর ব্লগে স্বাগতম ওয়াহাব :)
উত্তরমুছুনধন্যবাদ ... :)
ভাইজান ২/১ টা ছাড়া সব দেখছি :P
উত্তরমুছুন১ টা গোপন কথা বলি কিম কি দুক এর মুভি কিন্তু আমি আপনার রিকমেণ্ডেশন বা রিভিউ যাই বলেন না কেন দেখে দেখা শুরু করছিলাম । :D
এখন দেখতে দেখতে দেখি আর মাত্র ২/১ টা বাকী :P
:D
অ . ট চাঁদপুর ভ্রমণ কেমন হল !!!!!!!!!!!????????????
যাইতে পারলাম না :'(
ইনশাআল্লাহ্ সামনে যাবো ........................। :)
ভালো থাকবেন ..................
ভাইজান ২/১ টা ছাড়া সব দেখছি :P
উত্তরমুছুন১ টা গোপন কথা বলি কিম কি দুক এর মুভি কিন্তু আমি আপনার রিকমেণ্ডেশন বা রিভিউ যাই বলেন না কেন দেখে দেখা শুরু করছিলাম । :D
এখন দেখতে দেখতে দেখি আর মাত্র ২/১ টা বাকী :P
:D
অ . ট : চাঁদপুর ভ্রমণ কেমন হল !!!!!!!!!!!????????????
যাইতে পারলাম না :'(
ইনশাআল্লাহ্ সামনে যাবো ........................। :)
ভালো থাকবেন ..................
ধুর ২ বার পোষ্ট হয়ে গেছে । ক্যামনে হইলো !!!!!!!!!!!!!!???????????????????? :O
উত্তরমুছুনজ্বি খুবই শক্ত কাজ, তারপরও চেষ্টা করলাম। সামনে আবারও তাকে নিয়ে লেখার ইচ্ছে আছে, হয়তো তখন আরও ভালো হবে।
উত্তরমুছুনদোয়া করবেন :)
গুড :)
উত্তরমুছুনচাদপুর ভ্রমণ ভালোই হল। লিখবো - চোখ রাখবেন :)
ভালো থাকুন সাজিদ :)