'২০১৫ সালের মে মাসে সন্ধ্যার দিকে আমার বাসায় চুরি হল। আমি তখন ওই বিল্ডিং এর দোতলায় থাকতাম', এই বলে রাশেদ ভাই চায়ে চুমুক দিলেন।
কোন বিল্ডিং এর কথা বলেছেন সেটা আমি এবং সুজন ভাই দুজনেই বুঝতে পারলাম। যে বাড়িতে গুপ্তধন পাওয়া গেছে সেই গলিতেই দু তিনটে প্লট আগে একটা সাদা রঙ এর পাঁচতলা ভবনের দোতলার বাসাটার কথা বলেছেন রাশেদ ভাই। ২০১৫ সালের মে মাসে তিনি তার পরিবার নিয়ে ওই বাসাতে থাকতেন।
আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।
সেই কবে দাওয়াত দিয়ে রেখেছেন কবি, এখনো তার বাড়ী যাওয়া হয়ে উঠল না। দাওয়াত কবুল করার আগেই কবিসাহেব চিরপ্রস্থান করেছেন, তাঁর বাড়িটি রয়ে গেছে। শালি ধানের চিড়ে আর জলপান কেউ করাবে কিনা তা জানার জন্য হলেও একবার কবি বাড়ীতে যেতে হবে, আর সে বাড়ীতে গেলে চিরশায়িত কবির সাথে সাক্ষাতও হয়ে যাবে।
ছবির দৈর্ঘ্য মাত্র বিশ মিনিট। কিন্তু সেখানে অভিনয় করেছেন জেট লি, ডনি ইয়েন এবং টনি ঝা'র মত বিশ্বখ্যাত মার্শাল আর্ট তারকা অভিনেতারা। আছেন অলিম্পিক গোল্ড মেডালিস্ট বক্সার ঝাউ শিমিং এবং অবসরপ্রাপ্ত সুমো কুস্তিগির আসাশরি আকিনরি। আর আছেন ই-কমার্স জায়ান্ট আলিবাবা-র প্রধান জ্যাক মা। এত সব তারকার উপস্থিতি যে শর্ট ফিল্মে তার নাম Gong Shou Dao, ইংরেজিতে The Art of Attack and Defense.
আরও পড়ুনদারাশিকো ভাই, টাকা দিয়ে কি আলো বাতাস কেনা যায়?
যায় না।
সুখ-স্বস্তি?
না।
প্রিয়জনের সঙ্গ কেনা যায়?
সাধারণভাবে কেনা যায় না। কিন্তু মনে হচ্ছে তুমি অন্য কিছু মিন করছো। কি ব্যাপার?
কেনা যায় ভাই। ঢাকা শহরে টাকা দিয়েই এসব কিনতে হয়।
আকাশে বিদ্যুৎ চমকে বজ্রপাত হতে দেখলে মোঙ্গলরা, নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ নির্বিশেষে সবাই, ভয়ে মুখ লুকায়। নয় বছরের বালক তেমুজিন বাবার কোলে মুখ লুকায় নি, সে ভয়কে জয় করে অবাক চোখে বজ্রপাত দেখছিল। তার এই অকুতোভয়তাই তাকে একদিন মোঙ্গল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা বানিয়ে দেয়, শত্রুকে পরাজিত করে তাকে বিজয়ী করে বারংবার আর তেমুজিন হয় যায় চেঙ্গিস খান!
আরও পড়ুনবইয়ের জগতে সামান্য হলেও আসা-যাওয়া আছে এমন যে কেউই 'দ্য আর্ট অব ওয়ার' বইয়ের কথা শুনে থাকবেন। বিশেষ করে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের পছন্দের তালিকায় স্থান পাওয়া বইয়ের মধ্যে 'দ্য আর্ট অব ওয়ার' প্রায়ই পাওয়া যায়। বইয়ের লেখক সান জু (Sun Tzu)। তিনি একজন চৈনিক সামরিক কৌশলবিদ, লেখক এবং দার্শনিক ছিলেন। এই পৃথিবীতে তার পদচারনা আড়াই হাজার বছর পূর্বে। খ্রীষ্টপূর্ব ৫৪৫ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়। বাশেঁর চাটাইয়ের উপর তিনি তার অভিজ্ঞতালব্দ জ্ঞান লিপিবদ্ধ করে গিয়…
আরও পড়ুনOkja (ওকজা) দেখার জন্য এর পরিচালকের ফিল্মোগ্রাফি জানাই যথেষ্ট ছিল কারণ সেখানে আছে 'মাদার' এবং 'মেমরিজ অব আ মার্ডার' এর মত সিনেমা। অবশ্য দুনিয়ার অন্যান্য সিনেমাপ্রেমীদের কাছে এই দুইয়ের চেয়েও বেশী পরিচিত তার অন্য দুটি সিনেমা, ২০০৬ সালের দ্যা হোস্ট এবং ২০১৩ সালের স্নোপিয়ার্সার। ২০১৮ সালের শুরুতে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটি ফিচারে 'জালালের গল্প' নির্মাতা আবু শাহেদ ইমনের রেকমেন্ডেশনে এই সিনেমাটা দেখা হয়ে গেল। সাউথ কোরিয়ান পরিচালক বং জুন-হো'র…
আরও পড়ুনঘটনাটা মর্মান্তিক!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে অবস্থিত এমবিএ ভবনের নয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন তানভীর রহমান নামে একজন ইএমবিএ শিক্ষার্থী। আত্মহত্যার বিষয়টি সুস্পষ্ট নয়, এটি হত্যাকান্ডও হতে পারে, তানভীরের আত্মীয়-স্বজন বলছেন এটি আত্মহত্যাই, কারণ তানভীর বেশ হতাশাগ্রস্থ ছিল এবং বিভিন্ন সময়ে আত্মহত্যার কথা সে বলেছিল। তানভীরের হতাশার কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন সরকারী কোন চাকরী না পাওয়াকে। একটু গভীরে ঢুকলেই জানা যাবে, সেশনজটের কবলে পড়ে সরকারী চাকুরীর উপযুক্ত …
'এই জাহাজটা সাত তলা। আপনি এখন যে ফ্লোরে আছেন এর নিচে আরও দুই ফ্লোর আছে, উপরে চার ফ্লোর। আসুন, ঘুরে দেখাই।'যে জাহাজের কথা বলছি তার নাম এমভি ইহসান -১। মেঘনা সেতুর গোড়ায় মেঘনা ইকনোমিক জোনে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ঘাটে জাহাজটি আজ সকালেই নোঙর করেছে জেনে দেখতে এসেছি। ইহসান শিপিং লিমিটেড কোম্পানির প্রতিনিধি আমাদের উদ্দেশ্যে উপরের কথাগুলো বললেন।
১৯৩৫ সনে আমার আব্বা ময়মনসিংহের এক জমিদারের বাড়িতে জায়গীর ছিলেন। উর্দু, ফারসী, অংক ইত্যাদি বিষয়ে আব্বার ভালো দখল ছিল বলে জমিদার উনাকে খুব পছন্দ করতেন। তখন মাদ্রাসার শিক্ষক হিসেবে উনার বেতন ছিল দশ কি পনেরো টাকা। কিন্তু জমিদার সাহেব উনাকে পছন্দ করতেন, তাই জমিদারীর টাকা পয়সার হিসাব রাখবেন এই শর্তে তাকে একশ টাকা বেতন দিয়ে চাকরীতে নিযুক্ত করেছিলেন। জমিদার সাহেব আমাদের বাড়িতেও এসেছিলেন।
আরও পড়ুনআজ ১৪ই মার্চ ২০১৮ তারিখে ৭৬ বছর বয়সে পৃথিবীর বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেছেন। তাকে শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া চলছে সারা বিশ্বজুড়ে। বিজ্ঞানে তার অবদান এবং তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে সকলের সামনে উপস্থিত করা হচ্ছে - এতে করে যারা তার অবদান সম্পর্কে খুব বেশি জানতেন না তাদের জানার সুযোগ তৈরী হয়েছে। হকিং-কে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নামও তাই উঠে আসছে। স্টিফেন হকিং এর 'হকিং' হয়ে উঠার গল্প পাওয়া যাবে দুটি চলচ্চিত্রে। এই দুটি চল…
আরও পড়ুনতিনি যখন স্কুলে পড়েন, তখন তার বাসায় প্রথমবারের মত একটি ভিএইচএস প্লেয়ার নিয়ে আসা হয়। তার বন্ধুদের একটা ভিডিও শপ ছিল। সেখান থেকে ভিডিও টেপ ভাড়া পাওয়া যেত, একটা ভিডিও দু'সপ্তাহ রাখার অনুমতি ছিল। সেই শপ থেকে তিনি প্রথম যে টেপটি নিয়ে এলেন তার নাম 'এলিয়েন'। ১৪ দিনে মোট ১৪ বার সিনেমাটা দেখেছিলেন, প্রত্যেকদিন স্কুল থেকে ফিরে একবার। এই মুভি প্রেমের আরেকটা উদাহরন দেয়া যেতে পারে। ১৯৯০ সালে তিনি এইচপি (হিউলেট প্যাকার্ড) নামের প্রতিষ্ঠানের ফুলটাইম চাকুরীজীবি এবং এই …
আরও পড়ুনশেষ বিকেলে ফোন দিয়ে যে বিল্ডিং এর ছাদে হেলিপ্যাড আছে তার গোড়ায় আসতে বলল সাকিব। গাড়িওয়ালা বন্ধুদের 'না' বলতে বাঁধে, সাকিব হল আমার গাড়িওয়ালা বন্ধু, তাই মিনিট পাঁচেকের মধ্যেই মতিঝিলের সিটি সেন্টারের সামনে হাজির হলাম আর সাকিবও দোতলার পার্কিং লট থেকে গাড়ি চালিয়ে উপস্থিত হল। তারপর একটা বইয়ে দুই কথা লিখে আর স্বাক্ষর দিয়ে আমার দিকে বাড়িয়ে দিল সে। বইয়ের নাম সত্তাবর্তন। লেখক সাকিব শাহরিয়ার, আমার বন্ধু।
আরও পড়ুন'ইসলামের একটি আদব হল ঘরে ঢোকার সময় সালাম দেয়া, এমনকি ঘরে যদি কেউ নাও থাকে তখনও, জানেন এটা?' - প্রশ্ন করল শোয়াইব, ওর হাতে মাঝারি সাইজের তালার একটি চাবি।এই তথ্য আমার জানা ছিল না, মাথা নেড়ে স্বীকার করে নিলাম। 'কিন্তু হঠাৎ এই কথা কেন?'
'কারণ আজ এই ডাকবাংলোতে অতিথি কেবল আমরা দুজন' - হাতের চাবিটি দিয়ে ডাকবাংলোর দিকে নির্দেশ করলো শোয়াইব।এই ঘটনা মঙ্গলবারের, ক্যালেন্ডারের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭। গত রাত আটটায় নাবিল পরিবহনের চেয়ারকোচে যাত্রা শুরু করে আজ সকাল সাতটা…