How good is MY taste in films?

Badge-Film-Blog-001

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এর একটা কুইজের লিংক পাওয়া গেল টুইটারে। শিরোনাম: Quiz: How good is your Taste in Films? আগ্রহোদ্দীপক বিষয়। আমি পার্টিসিপেট করলাম। তারা শুরু করেছে এভাবে –

Fancy yourself as a film connoisseur? Find out how closely your tastes coincide with critical opinion with these 20 questions. Below are a selection of films from the last two decades. From each year, pick the ONE film that is either your favourite, or the one you’re most interested in seeing. We’ll give you a ‘good taste’ rating out of 100, based on how closely your answers match the critical opinions collected at rottentomatoes.com

প্রত্যেক বছরের চারটে করে মুভি থেকে একটি বাছাই করতে হয়েছে। প্রত্যেক বছরের জনপ্রিয় সিনেমাগুলোই আছে তালিকায়। চারটি নামের প্রত্যেকটি মুভিই দেখা হয়েছে এমন ইয়ার নেই বললেই চলে। ‘৯৪ সাল থেকে দুটি, ‘৯৫ সালে একটিও নয় (নামগুলো পরিচিত, সেখান থেকে একটি বাছাই করতে হল), ‘৯৬ সাল থেকে মাত্র একটি, ‘৯৭ সালে তিনটি, ‘৯৮ সালে একটিও নয় (উত্তর দেই নি, কারণ যেগুলো পরিচিত সেগুলোও পছন্দের তালিকায় নেই), ‘৯৯ সালে দুটি, ২০০০ সালে তিনটি, ‘০১ সালে দুটি, ‘০২ সালে দুটি, ‘০৩ সালে দুটি, ‘০৪ সালে দুটি, ‘০৫ সালে তিনটি, ‘০৬ সালে তিনটি, ‘০৭ সালে তিনটি, ‘০৮ সালে দু/তিনটি, ‘০৯ সালে একটি (পুরোটুকু নয়), ‘১০ সালে একটি, ‘১১ সালে দুটি, ‘১২ সালে একটি এবং ‘১৩ সালে একটি কমন পড়েছে। স্বাভাবিকভাবে কমনগুলোর মধ্য থেকে যেটা পছন্দের সেটাই বাছাই করেছি। তারপর রেজাল্ট বাটনে ক্লিক করে পাওয়া গেল –

Your results

60 out of a possible 100. A very high score. Your taste in films is exemplary.

How do you compare?

The average score for this quiz is 61. Why not try again?

আপনারা আগ্রহী হলে এই লিংক থেকে নিজেদের টেস্ট যাচাই করে নিতে পারেন।

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *