নতুন বউ ঘরে আনার জন্য শুক্রবার ভালো দিন। দ্বিতীয়পক্ষের নাম লাক্স। টুনির মত অল্প বয়সী, গায়ের রং কালো, দোহারা গড়ন। কিশোরীর চঞ্চলতা তার মধ্যে পুরোমাত্রায় বিরাজমান। দুরন্ত! ছটফটে!
যা হয় আরকি, দ্বিতীয় পক্ষ লাক্সের ভালোবাসায় দীর্ঘদিনের সঙ্গী প্রথম পক্ষকে ভুলতে বসেছি। আমেনা-ফাতেমার তালাক হয়ে গিয়েছিল, থেকে গিয়েছিল টুনি। ফিনিক্সও যাবে, থাকবে লাক্স কমব্যাট।
0 মন্তব্যসমূহ