বেগার খাটা বললে লোকে কি বুঝে? বিনা পয়সায় পরিশ্রম করা। অথচ ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে বেগার খাটা এক প্রকার উৎসব ছিল। কিভাবে?
আরও পড়ুনআমাদের বাসায় প্রথম একুরিয়াম আসে ইমার হাত ধরে, চৌদ্দ পনেরো বছর আগে। আমার কোন এক জন্মদিনে দুপুর কি সন্ধ্যাবেলা ইমা হাজির যয ছোট্ট একটি জার হাতে, তাতে আমাদের দেশী কাচঁকি মাছ আকৃতির দুটি গাপ্পি টুকটুক করে সাতঁরে বেড়াচ্ছে। ইমা তার সবগুলো ঝকঝকে দাঁত বের করে ছটফট করতে করতে বললো - শুভ জন্মদিন দোস।
আরও পড়ুনহাসান জামি হাতঘড়ির দিকে তাকালেন, বারোটা বেজে গেছে।
সময় হয়ে গেছে। একটু পরেই আকাশের কোনায় বিমানটা দেখা যাবে। ল্যান্ড করার পর মিনিট পনেরো লাগবে প্রস্তুত হতে। তারপরই আসবে সেই মহেন্দ্রক্ষণ, সুন্দরবন জঙ্গলের জলজ্যান্ত বাঘ দেখবেন তিনি। সেই বাঘ নিয়ে যাবেন চিড়িয়াখানায়। ঐতিহাসিক মুহুর্ত। এই সৌভাগ্য সবার হয় না। উঠে দাড়ালেন তিনি, কোটের বোতাম লাগালেন। যেতে হবে।
গত শতকের গোড়ার দিকে ব্রিটিশরা একটি বিশাল রেলওয়ে নির্মানের চিন্তা করেছিল। রেলওয়েটি নির্মান করা হবে থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত - পাহাড়-জঙ্গল-নদী ডিঙ্গিয়ে। ফলে চীন থেকে ভারত পর্যন্ত রেলওয়ের মাধ্যমেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে এবং এই থাই-বার্মা রেলওয়ে বিশ্বের সেরা কিছু রেলওয়ে ভ্রমন যেমন ট্রান্স সাইবেরিয়া রেলওয়ে, ওরিয়েন্স এক্সপ্রেস কিংবা কানাডিয়ান প্যাসিফিকের পাশাপাশি আরেকটি নাম হিসেবে যুক্ত হবে। সব হিসেব নিকেশ শেষে ব্রিটিশরা পিছিয়ে এলেও চল্লিশের দশকে জাপানীরা পিছিয়ে এলো ন…
আরও পড়ুনছবি: Bongpen.net
কিছুদিন ধরেই মাথায় একটা প্রশ্ন ঘুরছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণকাহিনী পায়ের তলায় শর্ষে পড়ছি, সেখানেই কোন এক পাতায় 'মান্ধাতার আমলে' প্রবাদের প্রয়োগ পেলাম। পুরানো কিছু হলেই আমরা বলি মান্ধাতার আমলের জিনিস। হঠাৎই প্রশ্নটা মাথায় এলো - মান্ধাতাটা আসলে কে? তার শাসনামল কোন সময় ছিল?
"নিজের একজন ভাইয়ের ওপর হামলার কথা শুনে আমি, সুমনসহ ১০-১৫ জন তাৎক্ষণিক ছুটে যাই। গিয়ে সেখানে হতবিহ্বল হয়ে পড়ি। সেখানে আগে থেকে ওত পেতে থাকা হানাদারা বাহিনী বৃষ্টির মতো গুলি চালায়। বৃষ্টির ঘনত্ব একটু কম ছিল, তাই ওদের একটি গুলি আমার সামনে থাকা সুমনের গায়ে লাগে। সে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে।
আরও পড়ুনগত কয়েক বছরে বাংলাদেশে 'সবচেয়ে বেশী' ধরনের বিশ্বরেকর্ড গড়ার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। হালের সংযোজন সবচে বড় সেলফি। এই সকল রেকর্ড গড়ার পেছনে একমাত্র অবদান বাংলাদেশের মহামূল্যবান সম্পদ 'জনসংখ্যা'র। কেউ হয়তো খেয়াল করে নি এখনও - নাহয় বিশ্ব ইজতেমার সময় এক সাথে সবচে বেশী লোকের সবচে বেশী পরিমান হাগা-মোতার রেকর্ডও বইতে তুলে দেয়া সম্ভব।
জনসংখ্যার আধিক্য দিয়ে যে সব রেকর্ড হয় সেগুলো এতটাই ঠুনকো যে বছরখানেকের মধ্যেই সেটা ভেঙ্গে ফেলা সম্ভব এবং জনসংখ্যার আধিক্য দিয়ে যে রেকর্…
জ্ঞান হওয়ার পর থেকে বাংলাদেশের যত সিনেমার কথা শুনে আসছি - তার সবই 'অন্যরকম' এক গল্প নিয়ে 'দারুন' এবং 'চমৎকার' এক চলচ্চিত্র হওয়ার কথা থাকে। কিন্তু মুক্তি পাওয়ার পরে প্রায় সব সিনেমাই কিভাবে যেন সব বিশেষণ গিয়ে 'একঘেয়ে'র ঘরে জমা হয় :(
আরও পড়ুনক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত আমার সবচে পছন্দের সাবজেক্ট ছিল কৃষি শিক্ষা। অন্য বিষয়ের পড়াশোনা ঠিকমত না হলেও এই বিষয়ে আমি সবসময়ই আপডেটেড থাকতাম। আমার এই কৃষি শিক্ষা প্রীতির কারণে আব্বা প্রায়ই ঘোষনা করতেন - আমার এইম ইন লাইফ নাকি 'মডার্ন' কৃষক হওয়া! এ ধরনের ঘোষনা নিতান্তই অমূলক, কারণ বাসার সাথেই বাগান থাকলেও মশার কামড় সহ্য করে ফুলের বাগান করার তেমন কোন চেষ্টা আমার মধ্যে ছিল না। অবশ্য কৃষি শিক্ষা পড়লেই যে বাগান এবং চাষবাস করতে হবে - আমি তেমনটা বিশ্বাস করি না। অবিশ্ব…
আরও পড়ুন আশীর্বাদপুষ্ট যানজট এবং যাত্রা
‘ভাই, বাস তো দশমিনিট পরে ছেড়ে দিবে। আপনি সায়েদাবাদ চলে যান, ফকিরাপুল আসার দরকার নেই’ –মাঝের (মাজহার) ভাই যখন মোবাইলে আমাকে এই পরামর্শ দিচ্ছে আমি তখন রিকশায়, আধাঘন্টা ধরে শাহবাগের ট্র্যাফিক জ্যামে আটক হয়ে অক্ষম রাগে ফুঁসছি। যে রিকশায় বসে আছি সেটা ঢাকার ইঞ্জিনচালিত স্পোর্টস রিকশা নয় এবং আমার পাইলট মাইকেল শুমাখারও নন। সুতরাং দশ মিনিটে শাহবাগ থেকে ফকিরাপুলে পৌছানো আমার পক্ষে কোনভাবেই সম্ভব নয়। অথচ সায়েদাবাদ যেতে হলে শর্টকাটে গেলে ফকিরাপুল হয়েই যেতে …
"ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট। কোন এক কারনে চাকুরীচ্যুত হন তিনি। লন্ডন প্রবাসী এক নারীকে প্রতারণা করে হাতিয়ে নেন ৬৫ লক্ষ টাকা। কিন্তু পিছু লাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। 'সাবেক' আর্মি অফিসারকে আটক করে 'কারেন্ট' পুলিশ অফিসাররা ঢাকা শহরে ঘুরে বেড়ায়, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেয় দেড় লক্ষ টাকা, ব্ল্যাংক চেকে সই করিয়ে নেয় কয়েকটি। তারপর ছেড়ে দেয়া হয় সেই আর্মির সার্জেন্টকে। পরদিন পুলিশ দলের একজন একাই খবর দেন আর্মি-কে, বাকী সদস্যদের ঠকিয়ে গুড় …
আরও পড়ুনমোস্তফা সরয়ার ফারুকীর পঞ্চম সিনেমা 'পিঁপড়াবিদ্যা' নানা কারণে গুরুত্বপূর্ন। প্রথমত, এটি তার প্রথম অ-বিতর্কিত চলচ্চিত্র, আগের প্রত্যেকটি চলচ্চিত্রই নানা কারণে সমালোচিত হয়েছিল। দ্বিতীয়ত, এই ছবির প্রচারে তিনি নানাবিধ উপায় অবলম্বন করেছেন। প্রায় পাঁচটি ধাপে ছবির প্রচারনা শেষেই তিনি তার চলচ্চিত্র মুক্তি দিয়েছেন। বাকী চলচ্চিত্রগুলো স্বনির্ভর ছিল, প্রচারণার উপর ভর করে দর্শকের কাছে পৌছুতে হয় নি। তৃতীয়ত, ইমপ্রেসের তৈরী চলচ্চিত্রের বাণিজ্যিক পরিবেশনার ক্ষেত্রে এই চলচ্চিত্র ব্যতি…
আরও পড়ুনএকটা সময় ছিল।
তখন দেশে রাজকন্যা থাকতো একটা দুটো করে। তাদের যখন বিয়ে হতো তখন সারা রাজ্যে হৈ চৈ পড়ে যেত। মাসব্যাপী উৎসব লেগে যেত, বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে বিয়ের আয়োজন করা হত। রাজ্যের সকল প্রজা উৎসুক হয়ে থাকতো সেই দিনটির জন্য যেদিন রাজকন্যার বিয়ে হবে, রাজপুত্র আসবে ভিনদেশী কোন এক রাজ্য থেকে, ধবধবে সাদা ঘোড়ায় চড়ে। মহা ধুমধামের মধ্যে সেই বিয়ে হতো, সাতদিন আর সাতরাত ধরে চলতো উৎসব, আর তাতে যোগ দিতে পুরো রাজ্যের সকল প্রজা। বিয়ে হলে গেলে রাজকন্যা আর রাজপুত্র মিলে সুখে…
হাসিখুশি ছেলেটাকে হঠাৎ একদিন ধরে জেলে পুরে দেয়া হল।
ছেলেটা বোকাও। কারণ প্রথমে সে বুঝতেও পারে নি যে তাকে জেলে পুরে দেয়া হয়েছে। বুঝে উঠে যখন বার কয়েক সে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলো কি অপরাধে তাকে জেলে পুরে দেয়া হয়েছে তখন তার সাজা শুরু হয়ে গেছে। সাজা নয়, বন্দীত্বও নয়, বরং তার অপরাধটা যে কি সেটা জানার জন্য ছেলেটা চিন্তার সাগরে ডুব দিল। অতল সে সাগর, ঠাঁই না পেয়ে ছেলেটা যখন ভেসে উঠল তখন তার বুকভর্তি অভিমান। অজানা অপরাধের যে সাজা তা মওকুফের জন্য আবেদন করলেই মুক্তি মিলতো হয়তো বা, ক…
ঈদের নামাজে মনির দাড়িয়েছে আমার সামনের কাতারে। প্রায় সাড়ে ছয় ফুট লম্বা আর একশো কেজি ওজনের মনিরের জন্য আমি তার সামনের কাতারের লোকজনকে দেখতেই পাচ্ছি না। সাড়ে পাঁচের আমিই কখনো মনিরের পাশে দাড়াই না অথচ পাঁচ ফুট সাইজের সোলাইমান ভাই তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে দাড়িয়েছে মনিরের বামপাশে। নামাজ শুরুর আগে যখন মনির আদর করে তার ভাতিজাকে বাবার পাশ থেকে সরিয়ে নিজের ডান পাশে নিয়ে এল, তখন দৃশ্যটা দেখার মতই হল। তবে সেটাই শেষ নয়।
আরও পড়ুনফারজানা ছবি রেকর্ড করেছেন। তিনি পাঁচ মাসেই সন্তানের জন্ম দিতে সক্ষম হয়েছেন। নিঃসন্দেহে প্রেগন্যান্সির টার্নওভার রেট অর্ধেকে নামিয়ে আনার এ ঘটনা মানবজাতিকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। আমরা ফারজানা ছবির এ কৃতিত্বে অভিনন্দন জানাই।
আরও পড়ুনচলচ্চিত্র পরিচালক অনন্য মামুন একজন পায়োনিয়ার। তিনি 'আমি শুধু চেয়েছি তোমায়' চলচ্চিত্রে যৌথ পরিচালনা করে একটি ভারতীয় চলচ্চিত্রকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের বাজারে ব্যবসা করার সুযোগ তৈরী করে দিয়েছিলেন - খুব বেশীদিন আগের ঘটনা নয় এটি। সেই সময় অনন্য মামুনের এই ভণ্ডামী কার্যকলাপে প্রতিবাদ করেন নি এমন বাংলাদেশী চলচ্চিত্রপ্রেমী খুব কমই আছে। কিন্তু মাত্র চার মাসের ব্যবধানে ঘটনা অনেক পাল্টে গিয়েছে।
আরও পড়ুনএই মুহুর্তে ফেসবুকে বইয়ের তালিকা দেয়ার রেওয়াজ চলছে, ব্যাপারটা আমি টের পেয়েছি Jubaead Dweep এবং Monzu Mozumder দ্বারা ট্যাগিত হয়ে। বছর দেড়েক আগে দিপ আমার একটি সাক্ষাতকার নিয়েছিল - সিনেমা এবং ব্লগিং নিয়ে, সেখানে সেরা সিনেমার নাম জানতে চেয়েছিল সে। সুপারলেটিভ ডিগ্রির যে কোন কিছুতেই আমার সবসময়ের দুর্বলতা, তাই সেরা দশটা বইয়ের নাম দেয়া আমার পক্ষে অসম্ভব - এই দুই ভাইয়ের কাছে মাফ চাই। আমি বরং বই পড়া নিয়ে 'চলছে-চলুক' টাইপের কিছু বকবক করি।
আরও পড়ুনইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজীবের কাছ থেকে (মাঝে) আগ্নেয়াস্ত্র চালানো শিখছেন জবি শিক্ষক মতিয়ার রহমান, পেছনে সহযোগী ইবি আইন বিভাগের ছাত্র সালাউদ্দিন (ছবি: মানবজমিন)
আরও পড়ুনমাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ধর্ষক এবং ধর্ষিতার মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে - এমন একটি সংবাদ বেশ আলোড়ন তুলেছে। সংবাদে প্রকাশ, আসমা নামে এক ভদ্রমহিলাকে তারই গ্রামের আলমগীর উত্যক্ত করেছে বহুদিন। তারপর তাকে ছলনা করে বন্ধুর বাসায় নিয়ে ধর্ষন করেছে প্রায় ছয় মাস, কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করতে রাজী না হওয়ায় আসমা বিভিন্ন পর্যায়ে সহায়তা চেয়ে ব্যর্থ হয়ে সর্বশেষ প্রধানমন্ত্রীর দরবার পর্যন্ত গিয়েছেন এবং সফল হয়েছেন। তার ধর্ষক এখন তার স্বামী।
আরও পড়ুনদৈনিক পত্রিকাগুলোতে একটা হাস্যকর মজার ঘটনা ঘটে প্রায়ই। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে হয়তো কেউ কিছু বলেছেন, পত্রিকায় প্রকাশিত হয়, 'অমুকের সাথে (পত্রিকার নাম) এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন'। ভাব দেখে মনে হয়, সাক্ষাতকার যেন শুধু তাকেই দেয়া হয়েছে। আরও মজার ব্যাপার হল - তারা বলেন এক কথা কিন্তু পত্রিকাগুলো সেগুলো নিজের ভাষায় কিছু কাটছাট করে বা বাড়িয়ে লেখার ফলে দুটো পত্রিকায় দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। এরকম ক্ষেত্রে পাঠকের বাধ্য হয়ে একাধিক পত্রিকা পড়ার কোন বিকল্প থাকে না।
আরও পড়ুনছবি: বাংলানিউজরুহুল্কার বরাতে জানা গেল - স্টামফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার তানজিলা খান এবং ওয়াটার ডেভলপমেন্ট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুল ইসলাম বাংলাদেশের ট্র্যাফিক জ্যাম নিয়ে গবেষনা করে দেখিয়েছেন - বছরে ৩.৮ বিলিয়ন ডলারের ক্ষতি হয় শুধু ট্রাফিক জ্যামের কারণে। দুর্ঘটনাচক্রে আজকে সকালে আমি নিজেও এই ট্র্যাফিক জ্যামের শিকার। সোয়া আটটায় সদরঘাট থেকে বাসে উঠেছিলাম মহাখালীর উদ্দেশ্যে। শান্তিনগর থেকে বড় মগবাজারের মোড়ের একটু আগ পর্যন্ত আসতে পঞ্চাশ মিনিট লে…
আরও পড়ুনসিনেমার ব্লগার হিসেবে আমার অবস্থান যে পড়তির দিকে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার আগে কখনো টের পাইনি। দেখিয়ে দেয়ার এই কাজটি করেছে সরব ।
আরও পড়ুন"প্রচুর খারাপ সিনেমা যেখানে হয় সেখানে ভালো ছবি তৈরি হওয়া মুশকিল। আলাদাভাবে একজনের যত মেধা থাকুক, সে ভালো ছবি করতে পারবে না। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক যখন ছবি বানাতেন, তখন বাণিজ্যিক ছবির পরিচালকদের নাম দেখুন- তপন সিংহ, তরুণ মজুমদার, অজয় কর, অসিত সেন। তাদের যে মাপ আর ছবির ধাপ, তার পাশে দাঁড়িয়ে সত্যজিৎ রায় বানালেন ‘পথের পাঁচালী’। যেখানে তেলেগু সিনেমার রিমেক আর আইটেম নাচ হয় সারাক্ষণ, সেখানে কী করে ভালো ছবি হবে? হবে না। বাণিজ্যিক শিল্প যদি না ভালো ছবি তৈরি করতে পারে…
আরও পড়ুনশিশুসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবালের লেখা ভৌতিক গল্প 'প্রেত' নিয়ে অকালপ্রয়াত নির্মাতা আহির আলম তৈরী করেছিলেন হরর সিরিজ 'প্রেত'। মূল বইয়ের তুলনায় নাটকটি বেশী জনপ্রিয়তা পেয়েছিল। নাটকের দ্বিতীয় ভাগে গল্প হরর থেকে মিস্ট্রিতে রূপ নিয়েছিল। পথশিশুদের লাশ পাওয়া যাচ্ছিল হঠাৎ করেই। অনুসন্ধান শেষ পর্যন্ত একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পীর কাছে নিয়ে যায় যে তার শিল্পচর্চার জন্য পথশিশুদের ধরে এনে নির্মমভাবে হত্যা করতো!
আরও পড়ুনচার পেশীবহুল বডিগার্ডের মাঝে সোনালী পোশাকে যে ভদ্রলোক তার নাম পঙ্কজ পরখ। এই ছবির বিশেষত্ব হল - পরখের গায়ের শার্টটি ৪ কেজি সোনা দিয়ে নির্মিত। পঙ্কজ ভারতের মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিক এবং শিল্পপতি।
আরও পড়ুনগুরু জেমস আবার আসছেন নতুন গান নিয়ে - অ্যালবাম নয়, এবার বাংলাদেশী চলচ্চিত্রের প্লেব্যাক!
আরও পড়ুন'কুচ কুচ হোতা হ্যায়' সিনেমার নায়কের আসল নাম কি একবার মুখে বলুন তো। সম্প্রতি মুক্তি পেয়েছে 'কিক' নামের যে সিনেমাটি তার নায়কের আসল নামটাও একবার বলুন প্লিজ। বাংলাদেশে একজন সুদর্শন চলচ্চিত্র নায়ক ছিল - যার প্রথম চলচ্চিত্রটির নাম ছিল 'কেয়ামত থেকে কেয়ামত' - তার নামটিও একবার উচ্চারন করতে পারেন। বাংলাদেশের আরেকজন চলচ্চিত্র নায়ক যিনি এখন অভিনয় থেকে দূরে আছেন এবং চিত্রনায়িকা পপির সাথে জুটি বেধে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন - তার নাম মনে করতে পারেন? সর্বশে…
আরও পড়ুন১.
পুরো নাম আবুল কাশেম হলেও সবাই তাকে চেনে শুধু কাশেম হিসাবে, চেনার সুবিধার্থে নামের সাথে অবশ্য দুটো শব্দ যোগ করা হয় - কাশেম অটো ড্রাইভার। অটো গাড়িটা কাশেমের নয়, তার বড় ভাইয়ের - দু'ভাইয়ে মিলে মিশে চালায়। কাশেম অটো ড্রাইভারের আরেকটা পরিচয় হল - সে আমাদের পারিবারিক 'ড্রাইভার'। যত রাতই হোক বা যত ভোর - কাশেমকে মোবাইলে কল দিলেই সে তার গাড়ি নিয়ে চলে আসে আমাদের নিয়ে গন্তব্যে পৌছে দেয়ার জন্য।
দুইজন মহিলা পায়ের চাপে পিষ্ট হয়ে মারা গেছেন আজ সকালে। তাদের একজন জমিলা খাতুন, বয়স ৬০, অন্যজনের নাম জানা যায় নি, বয়স আনুমানিক ৫৫ বছর। এই দুইজন তাদের মালিকানার সম্পদ বুঝে নেয়ার জন্য জড়ো হয়েছিলেন মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোডের ব্যবসায়ী মাহবুব মোরশেদ রনুর বাসার সামনে। সম্পদের মালিকানা নির্দিষ্ট করে দিয়েছেন স্বয়ং আল্লাহ তায়ালা। সম্পদশালী মুসলমানের সম্পদের শতকরা আড়াই ভাগ সেই ব্যক্তির নয়, যাকাতের বিধানের মাধ্যমে সেই সম্পদে কিছু নির্দিষ্ট ব্যক্তির মালিকানার সিদ্ধান্ত দেয়া হয়েছে …
আরও পড়ুন১.
'এই মসজিদে কি মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে?' - বছর দুয়েক আগে হুবহু একই প্রশ্ন শুনেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপরীতের মসজিদে শুয়ে থাকার সময়। এবার শুনলাম মিরপুর সুইমিং কমপ্লেক্সের উল্টোদিকের গলির মসজিদে। প্রশ্নকর্তা এক ভদ্রলোক, সাথে তার স্ত্রী।
প্রিয় হারু পার্টির সমর্থকবৃন্দ,
এইবার বিল্ডিং এর ছাদ থেকে, ঘরের বারান্দা থেকে আপনার সমর্থনের হারু পার্টির জাতীয় পতাকা বাঁশসহ নিজ দায়িত্বে নামায়া নেন।
প্রিয় জিতু পার্টির সমর্থকবৃন্দ,
আপনার সমর্থনের জিতু পার্টি বিশ্বকাপ জিতেছে তাই বলে তার জাতীয় পতাকা কিন্তু একফুট উপরে বান্ধা শুরু করে নাই। সুত্রাং, এইবার নিজ দেশীয় পতাকার সম্মানে ওই পতাকাটা নামায়া নেন।
প্রিয় হারু-জিতু পার্টির সমর্থকসহ সকল সমর্থকবৃন্দ,
দেশপ্রেমের আতিশয্যে বাশেঁর আগায় বাঁন্ধা বাংলাদেশী পতাকাটা রাইখা দিয়েন না। এই দেশের …
"হে আল্লাহ! তুমি যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছো আমি তার জন্য অপেক্ষা করছি!"
দুই হাত উপরে তুলে তিনি এই দোয়া করলেন। তার স্থির বিশ্বাস - সাত আসমান উপরে আরশে বসে আছেন যিনি, তিনি অবশ্যই তার এই দুয়া কবুল করবেন। ক্ষুদ্র একটি বাহিনী নিয়ে তিনি এসেছেন লড়াই করতে - মাত্র তিনশত তেরো জন প্রায় নিরস্ত্র সাধারণ মানুষ। যুদ্ধ করতে এসেছেন পায়ে হেঁটে। তিনশ লোকের জন্য বাহন বলতে দুটো ঘোড়া আর গোটা সত্তর উট। প্রত্যেকটা উটে পালা করে তিনজন সওয়ারী হচ্ছেন। বাহন নেই, ভালো অস্ত্র-শস্ত্র নেই, পর্যাপ…
মনির দুই হাত পেছনের দিকে নিয়ে অদ্ভুত ভঙ্গিতে শরীর মোচড়াচ্ছিল। তাই দেখে এজিএম স্যার বললেন, 'কি মনির, তুমি রমজান মাসে ব্যায়াম করতেছো কেন?'
মনির উত্তর দিল না কিন্তু শরীর মোচড়ানো বন্ধও করল না।
এজিএম স্যার বের হয়ে গেলে মনির আমাকে ডাকল, 'ভাই একটু এদিকে আসেন তো!'
আমি গেলাম, সে উল্টো হয়ে পিঠ দিয়ে দাড়াল, 'এদিকে একটু হাত দেন'
আমি মনিরের পিঠে হাত রাখলাম।
'এদিকে না, আরেকটু উপরে' - দুই ইঞ্চি উপরে হাত রাখলাম।
'এহ হে বেশী উপরে হয়ে গেছে, আরেকটু নিচে' - আমি…
বাংলাদেশীদের আবেগসর্বস্বতা বিভিন্ন সময়ে সংবাদের শিরোনাম হয়েছে - গত কয়েকদিন ধরে এরকমই আরেকটি সংবাদ পত্রিকার পাতায় প্রকাশিত হচ্ছে। ঘটনার জন্ম দিয়েছেন মাগুরার একজন কৃষক, নাম আমজাদ হোসেন।
আরও পড়ুনসম্ভবত রমজান মাসেই বাংলাদেশের সিনেমাহলগুলোতে সবচে অশ্লীল ছবিগুলো প্রদর্শিত হয়!
আরও পড়ুনদরজা খুলতেই রিমা বলল, ‘তোর বাসায় আজকের রাতটা থাকবো। সমস্যা থাকলে বলে ফ্যাল, দরজা থেকেই বিদায় নেই’।
রিমা কেন আমার বাসায় রাত থাকতে চায় সে কারণ আমি আন্দাজ করতে পারি তারপরও জিজ্ঞাসা করতে হয়, তাই জানতে চাইলাম – থাকতে চাস, থাকবি! কিন্তু তোর রিকশাওয়ালা জামাই কই? এখনো সদরঘাটে ট্রিপ দিচ্ছে নাকি?
সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার স্বামীর উপন্যাস 'গৌরীপুর জংশন' অবলম্বনে চলচ্চিত্র নির্মান প্রসঙ্গে বলেছেন -
আমি চাই ‘গৌরীপুর জংশন’ উপন্যাসটির শতভাগ সদ্ব্যবহার করতে চলচ্চিত্র মাধ্যমে। চলচ্চিত্রটি দেখে ওপার থেকে যেন তিনি মুগ্ধ হন। সেই ভাবনা নিয়েই আমি চলচ্চিত্রটি নির্মাণ করতে চাই।
ইয়ে, এপারের সিনেমা কি আজকাল 'পরপারেও' প্রদর্শিত হচ্চে? ডিস্টিবিউটরটা কে? আমি তাহলে কিছু সিনেমার লিস্টি ধরায়া দিতাম আর্কি!
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১২ প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন -
একসময় চলচ্চিত্রে ছিল নির্বাক যুগ, তারপর সবাক যুগ, এখন ডিজিটাল যুগ।
শব্দের ব্যবহারের উপর ভিত্তি করে চলচ্চিত্রের নির্বাক-সবাক যুগের বিভাজন, এর সাথে প্রযুক্তির ব্যবহার ঢুকে ডিজিটাল যুগ কিভাবে শুরু হল তা বুঝতে পারলাম না। অ্যানালগ যুগের পর ডিজিটাল যুগের শুরু হয়েছে - নির্বাক সবাক যুগের পর যদি কোন যুগ এসেই থাকে তবে সে হচ্ছে চাপাবাজির যুগ। নির্বাগ যুগ-সবাক যুগ-চাপাবাজি যুগ। বাংলাদেশের সিনেমায় যা হয় এবং হচ্ছে …
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এর একটা কুইজের লিংক পাওয়া গেল টুইটারে। শিরোনাম: Quiz: How good is your Taste in Films? আগ্রহোদ্দীপক বিষয়। আমি পার্টিসিপেট করলাম। তারা শুরু করেছে এভাবে -
আরও পড়ুনহাতিরঝিল উদ্বোধন হওয়ার পর পর জায়গাটার গুরুত্ব দুই দল মানুষের কাছে ভুস করে বেড়ে গেল! একদল হল টিভি মিডিয়ার সাথে সম্পৃক্ত লোকজন। টেলিভিশনের যত অনুষ্ঠান - নাটক থেকে শুরু করে ম্যাগাজিন অনুষ্ঠান, টকশো থেকে শুরু করে রান্না-বান্না-রূপচর্চা - সবই হাতিরঝিলের আলো ঝলমলে ঝুলন্ত সেতুর সামনে হতে লাগল। দ্বিতীয় দল হল ঢাকার যত প্রেমিক জুটি - প্রি ম্যারিটাল, ম্যারিটাল এবং এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে এনগেজড কিউপিড দেবীর অনুসারীরা। জাতীয়তাবাদী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানকে ঘিরে যে সৌন্…
আরও পড়ুন'ফেসবুকে নাই, গুম হয়ে গেলেন কিনা' - নিশ্চিত হওয়ার আগ্রহে এক বড় ভাই ফোন দিলেন আজকে। গুম করে নি কেউ - ভাইকে হতাশ করতেই হল! কুশল বিনিময়ের মাঝে জিজ্ঞেস করলাম - ভাবী কেমন আছেন? উত্তরে 'ভালো' বলার পর ভাই যোগ করলেন, 'একটা কথা আছে, আপনাকে বলা যায়, আর কাউকে বলি নাই ...'।
আরও পড়ুনগত কয়েকদিনে দেশের সবচে বেশী যে ইস্যুতে কথা হয়েছে তা সম্ভবত - গরম এবং তাপমাত্রা। ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তুলনা হিসেবে সৌদী আরবের তাপমাত্রা এসেছে - বাংলাদেশের তাপমাত্রা কোন কোনদিন রিয়াদের তাপমাত্রাকেও ছাড়িয়েছে। অসহনীয় এই গরমের সাথে আছে তীব্র লোডশেডিং। মাঝরাতে লোডশেডিং হচ্ছে - ফলে গরমের কারণে ঘুমের ব্যাঘাতও ঘটছে। এই সমস্যার সমাধানে ডে-লাইট সেভিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আরও পড়ুনএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বিদায় নিয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হয়ে যাওয়ায় (এবং বাংলাদেশে ভারতীয় সিনেমা আমদানী ও প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হওয়ায়) তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন উর রশিদকে। (ভারতীয় সিনেমা আমদানী করতে সফল হবেন এমন যোগ্যতা সম্পন্ন কাউকে না পাওয়া পর্যন্ত তিনিই আমদানী চেষ্টা চালিয়ে যাবেন)।
ছবি: বাংলামেইলগত ফেব্রুয়ারী মাসের ঘটনা। সিলেটের এক বন্ধু তার মা'র চিকিৎসার জন্য ঢাকায় এল। নাইটকোচে ঢাকায় এসে ডাক্তার দেখিয়ে ওইদিনই ফিরে যাবে - এমন পরিকল্পনা। নিরাপদে ঢাকায় ফকিরাপুল পৌছেছেন - ফজরের সময় এমন সংবাদ পেয়ে আবার ঘুমিয়েছি। মিনিট পনেরো বাদেই আবার ফোন - ছিনতাই হয়ে গেছে সব! আম্মার হাতে ব্যাগ ছিল, সেই ব্যাগ ধরে টান দিয়ে নিযে গিয়েছেছে একটা প্রাইভেট কার থেকে। হ্যাচকা টানে তাল সামলাতে না পেরে অসুস্থ্য আম্মা পড়ে গেছেন রিকশা থেকে, শাড়ি ছিড়ে গেছে, চামড়া ছিলে গিয়েছে, ব্যাথা…
আরও পড়ুননারায়নগঞ্জের স্কুলছাত্র ত্বকী হত্যাকান্ডের পর গল্পটা বলেছিলাম, আরও একবার বলি। এক ছেলে কম্পিউটারে মজা করতে গিয়ে কিল বিল কিল বিল কিল বিল লিখে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল। ছেলেমানুষী কর্মকান্ড, কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা এই কাজকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হত্যা করার নির্দেশনা হিসেবে চিহ্নিত করে সেই ছেলেকে খুজে গ্রেপ্তার করে ফেলেছে। বছর কয়েক পরে, আরেকটা ঘটনা ঘটল - একদম আমার নিজের বাংলাদেশে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমেইল করে হত্যার হুমকীয় দিয়ে ফেলল এক তরুণ ছেলে। টক অ…
আরও পড়ুনবাংলা বৎসরের প্রথম দিনে বোধহয় বাংলাদেশী সিনেমায় বাংলাদেশী সংস্কৃতির উপস্থিতি নিয়ে কথা বলা একদিনের বাঙ্গালীপনা হিসেবে গণ্য হবে না - এই ভরসায় প্রশ্ন করি - বাংলাদেশী সিনেমা কতটুকু বাংলাদেশী?
আরও পড়ুনঠেকায় না পড়লে বাংলা নববর্ষের দিনে আমি ঢাকায় থাকি না। নববর্ষের মত বিশেষ দিনগুলোতে শাহবাগে জাহান্নামের পরিবেশ সম্পর্কে প্রাথমিক ধারনা লাভ করা যায়। ব্যক্তিগতভাবে আমি জান্নাত প্রত্যাশী, জাহান্নামের স্বাদ নিতে গিয়ে জাহান্নামের বাসিন্দা হওয়ার বিন্দুমাত্র আগ্রহ বোধ করি না, তাই প্রত্যেক নববর্ষের আগেই আমি ঢাকা থেকে পালাই - গৃহবন্দী হয়ে থাকার চে' পালানো ঢের ভালো।
সিনেমাটোগ্রাফার রজার ডেকিন্স তার জীবনে ৬০টির বেশী পুরস্কার পেয়েছেন, এর মাঝে তিনটি বাফটা অ্যাওয়ার্ড। এগারোবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের নমিনেশন পেলেও একবারও জিততে পারেন নি। তার ফটোগ্রাফি ডিরেকশনে নির্মিত সিনেমাগুলোর মধ্য খুব বিখ্যাত কিছু সিনেমা হল - দ্য শশাঙ্ক রিডেমশন, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, স্কাইফল, ট্রু গ্রিট, আ বিউটিফুল মাইন্ড, দ্য রিডার, রিভ্যলুশ্যনারী রোড ইত্যাদি। গত ১৪ এপ্রিল বিবিসি-তে সিনেমাটোগ্রাফি নিয়ে তার অভিজ্ঞতালব্ধ ১০টি টিপস দিয়েছেন রজার ডেকিন্স - এই…
আরও পড়ুননেতিবাচক দিয়ে শুরু করি। ওয়াইট আর্প সিনেমাটি পাঁচটি ক্যাটাগরীতে রেজ্জি অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছিল - সবচে বাজে ছবি, সবচে বাজে পরিচালক, সবচে বাজে অভিনেতা, সবচে বাজে রিমেক/সিক্যুয়েল এবং পর্দায় সবচে বাজে জুটি। পাঁচটির মধ্যে দুটি ক্যাটাগরীতে রেজি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ছবিটি - সবচে বাজে অভিনেতা এবং সবচে বাজে রিমেক/সিক্যুয়েল। পুরস্কার এবং 'সবচে বাজে' শব্দগুলো নিয়ে যারা কনফিউজড তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি - রেজ্জি অ্যাওয়ার্ড হল গোল্ডের রাস্পবেরি অ্যাওয়ার্ড (Golden Raspberry…
আরও পড়ুনছবি কৃতজ্ঞতা: www.tothepc.comফেসবুক ডিঅ্যাকটিভেট করেছি দুই সপ্তাহ হল। গত ২৮ মার্চ শুক্রবার ফেসবুক থেকে বিদায় নিয়েছি, সাময়িক এবং অনির্দিষ্ট সময়ের জন্য। সাময়িক, কারণ প্রয়োজনে আবারও ফিরবো, অনির্দিষ্ট - কারণ কবে ফিরবো এখনো জানি না। ছোট ছোট কিছু ফাইন্ডিংস আছে ফেসবুক ডিঅ্যাকটিভেশনের - ১. ফেসবুকে আমি নেই - এটা আবিস্কার করার পর আমাকে ফোন /এসএমএস / মেইল করে কারণ জানতে চাবে, এমন আশা আমি করিনি কখনো। কারণ আমার বিশ্বাস - বেশীরভাগ মানুষই সহসা খেয়াল করবে না তার ফ্রেন্ডলিস্ট থেকে একজনের অ্য…
আরও পড়ুনআর অল্প ক'দিন অপেক্ষা! তারপরই টিভিপর্দায় চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি এসে জানাবেন - তার সাদা চামড়ার পেছনে রহস্য হল ফেয়ার অ্যান্ড লাভলী। তিনি দিনে মাখতেন, রাতেও মাখতেন। সকালে পাউরুটিতে জেলীর পরিবর্তে ফেয়ার অ্যান্ড লাভলী মাখিয়ে ও দুপরে গম ভাতের সাথে ঘি-এর পরিবর্তে দু চামচ সুস্বাদু ফেয়ার অ্যান্ড লাভলী খেতেন। শ্যুটিং এ ফাস্ট ফুডে চিজ এর পরিবর্তে পাতলা ফেয়ার অ্যান্ড লাভলীর খান প্রতিদিন, গোসলের আগে গোলাপজলের পরিবর্তে পানিতে আধা টেবিল চামচ লিকুইড ফেয়ার অ্যান্ড লাভলী মিশিয়ে নিতে…
আরও পড়ুনরবিঠাকুরের সোনার বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে সোনার খনি। এখানে ওখানে সোনা পাওয়া যাচ্ছে, তবে আদ্যিকালের বালুমাটিমিশ্রিত সোনা নয়, একেবারে প্রসেসড সোনার বিস্কুট। যার একেকটি বারের দাম কয়েক লাখ টাকা।
কোথায় পাওয়া যাচ্ছে না সোনা? গাড়িতে। টয়লেটে। জুতায়। স্যুটকেসে। মুম্বাইয়ে তো এক ভদ্রমহিলার পড়নে থাকা ছয়টি অন্তর্বাসের মধ্যেও পাওয়া গেল। এদেশে এখনো ওই খবর পাওয়া যায় নি, তবে সার্চ করলে পাওয়া যে যাবে না তার নিশ্চয়তাও দেয়া যাচ্ছে না। বিমানবন্দরে বেল্টে, বারান্দায় যত্রট…
রাত ৩.৩৫। মোবাইলের ভাইব্রেশনে ধ্রুবর ঘুম ভাঙল। চোখ না খুলেই অ্যালার্ম বন্ধ করে দিল সে। তারপর ডানদিকে হাত বাড়িয়ে দিল। ফাঁকা। রূপা নেই!
চোখ খুলে মোবাইল সময় দেখল ধ্রুব। তিনটে বিশে অ্যালার্ম বাজার কথা। সময়মত বন্ধ না করলে একটু পর পর বাজতে থাকবে অ্যালার্ম। ঘুমের ঘোরে ভাইব্রেশন মোডে রাখা অ্যালার্ম শুনতে পায় নি, দেরী হয়ে গেছে পনেরো মিনিট। রূপা ফেরেনি বিছানায়, সুতরাং ধ্রুব উঠল।
ছোট্ট দুই রুমের এই ফ্ল্যাটে তাদের দুজনের সংসারের বয়স সতেরো দিন। এ মাসেরই চোদ্দ তারিখ শুক্রবারে পারিবারিক আয়োজ…
ফেসবুকে আমার পরিচালনায় দুটো ফ্যান পেইজ আছে। প্রথমটি আমার ব্যক্তিগত ব্লগ দারাশিকো ডট কম এর পেইজ - দারাশিকো ব্লগ। দ্বিতীয়টি বাংলা মুভি ডেটাবেজ এর অফিসিয়াল পেজ। গত ২৫/২৬ মার্চ থেকে পেজ থেকে শেয়ার করা স্ট্যাটাস, লিংক ইত্যাদির রিচ (ইউজারের ওয়াল পর্যন্ত পৌছানো) হঠাৎ কমে গেল। আগে গড়ে কোন পোস্ট যেখানে দুই থেকে তিনশ লোক পর্যন্ত পৌছাতো, সেগুলো নেমে গিয়ে বিশ থেকে পঞ্চাশে দাড়ালো এবং কোন পোস্টই একশ পর্যন্ত পৌছালো না।
যে কোন ফেসবুক পেজের জন্যই ব্যাপারটা দুশ্চিন্তা উৎপাদনকারী। ওয়েবসাইটদুটো…
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানীবাজার ঘাটে বেশীরভাগ যাত্রী আসে যমুনা নদীর ওইপারে গাইবান্ধা জেলার বালাসী ঘাট থেকে। দিনে তিন তিন ছয় ট্রিপে ছয়-সাতশ লোকের আসা যাওয়া। মোঃ শরীফুল ইসলাম তার অটো চালান ফুটানীবাজার ঘাট থেকে রেলস্টেশন, বা রেলস্টেশন থেকে ইসলামপুরে। অথবা নিজের ইচ্ছেয় কাছে দূরের অন্য কোন রুটে। বিদ্যুতের মূল্য বাড়ানো নিয়ে তার অভিযোগ শুনতে হল। (জামালপুরের আঞ্চলিক ভাষায়) আগে মাসে বিল দিতাম ৭০০/৮০০ টাকা, এখন দিবো ১৫০০/১৬০০ টাকা। আগে তিনশ (ইউনিট) হলে বাণিজ্য লাইন ছিল, এ…
আরও পড়ুনসক্কালবেলা ঘুম থেকে উঠেই দেখি 'হোয়াট ইজ ইয়োর ট্রু কালার' প্রশ্ন নিয়ে বন্ধু দাড়িয়ে আছে। সব মিলিয়ে বোধহয় দশটা প্রশ্ন - উত্তর দেয়ার পরে তার উপর ভিত্তি করে আমার ট্রু কালার (রং) এবং সে অনুযায়ী বৈশিষ্ট্য জানিয়ে দেবে। এই ধরনের টেস্টে কখনোই আগ্রহ পাই না, বোধহয় সক্কালবেলা বলেই পার্টিসিপেট করে ফেললাম। উত্তর পাওয়া গেল - পিংক। আমি বেয়াক্কল হয়ে গেলাম - মহিলাদের রং আমার ট্রু কালার হয় কেমনে? Your true color is Pink. Your motto is Go, Go, Go! But you also know how to relax and recha…
আরও পড়ুনটিভিতে ক্রিকেট খেলা দেখা হয় না। ওয়েবে বা রেডিও-তেও যে খুব ফলো করা হয়, তাও না। তবে খেলা চলাকালীন সময়ে ফেসবুক কিংবা টুইটারের হোমপেজ ঘুরে ঘুরে ক্রিকেট খেলা পড়া হয়। বিশেষ করে, টুইটারে ক্রিকেটের ধারাভাষ্য খুবই চমৎকার হয় - ধুর!, াল, মাইর! ইত্যাদি। পাশাপাশি - ফেসবুক এবং টুইটার - দুই জায়গাতেই এক্সপার্ট মন্তব্য পাওয়া যায় দর্শকদের কাছ থেকে।
ওরে নিছে ক্যান আজকে? অমুকরে বোলিং দিছে, এইবার ৩৬ রান দিবে! তমুকরে দল থেকে বাদ দেয়া উচিত! এই শালা খেলতে পারে না, লবিং এ দলে টিকে আছে ব্যাটিং অর্ডারে অ…
ছুরি দিয়ে বুক ফেড়ে দেখি ওর কলিজা কত বড়, সাহস কত। ও আমার মতো মেয়ের সঙ্গে টিজ করে কোন সাহসে।
সিনেমার সংলাপ নয়, বাস্তব ঘটনা। সংলাপ রচয়িতার নাম ফাতেমা আক্তার, বয়স ১৭। বলেছেন সাংবাদিক এবং পুলিশের উদ্দেশ্যে। ছুরি দিয়ে বুক ফেড়েছেন যে যুবকের তার নাম এমদাদুল হক শিপন, বয়স ২২। শিপন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটম্যান, পাশাপাশি খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। ফাতেমার বক্তব্যানুযায়ী - তার মা খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় শিপন তাকে টিজ করতো। পর…