Nazmul Hasan Darashiko's photo.

Nazmul Hasan Darashiko's photo.

Nazmul Hasan Darashiko's photo.

সকাল বেলা ব্রেকফাস্ট করতে বসেছেন। পাউরুটিতে জেলি মাখিয়ে মুখে পুরতে যাবেন আর তখনই আপনার পেছন থেকে মাথা বাড়িয়ে দিল বিশালকায় এক জিরাফ - জেলি মাখা পাউরুটি খাওয়ার লোভে - কেমন লাগবে ভাবুনতো!
কেনিয়ার নাইরোবিতে অবস্থিত জিরাফ ম্যানর নামের হোটেলে ঠিক এই অভিজ্ঞতাই পাওয়া সম্ভব। ১২ একর জায়গায় অবস্থিত এই হোটেলটি আভিজাত্যপূর্ণ ডিজাইন আর আসবাপত্রে ভর্তি। হোটেলের সাথেই ১৪০ একর জায়গার রয়েছে জিরাফের অভয়ারণ্য। বিপন্নপ্রায় জিরাফকের প্রজননের জন্য এই অভয়ারণ্যটি ব্যবহৃত হয়। হোটেল হিসেবে ব্যবহৃত বাড়িটি ১৯৩২ সালে স্যার ডেভিড ডানকান তৈরী করেছিলেন। নানাভাবে হাত বদল হয়ে বর্তমানে এটি হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদি কেউ এই হোটেলে থাকার আগ্রহ বোধ করেন তাহলে তাদের ওয়েবসাইট (www.giraffemanor.com/) থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। বাকীরা এই ছবিগুলো দেখে আফসোস করতে পারেন। শুভকামনা