মার্সেনারী সোলজার

: ভাইজান ভালো আছেন?
: নারে ভাই।
: কি হ্ইছে?
: আমি মনে হয় পুরা পাগল হয়ে যাবো, পাগলামীর কারনে চাকরি থেকে বাদ দিয়া দিতে পারে।
: সেই ভালো
: মানে?
: পাগল অবস্থায় ডিউটি পালন করা সমস্যা, পাগলামির স্বাদ পুরা নেয়া যায় না
: ফাইজলামি করেন?
: যদি চাকরীর জন্য পাগল হতে সমস্যা হয়, তাহলে আগেই ছাইড়া দেন, তারপর সময় নিয়ে ভেবে চিন্তে ধীরে সুস্থ্যে পাগল হন।
: আমি কিন্তু ফাইজলামি করিনা
: অ্যা?
: অ্যা না হ্যা। আমি জানি আমার মেন্টাল অবস্থা কই যাইতেসে
: বিশাল ব্যাপার
: কি?
: এই জিনিস খুব কম লোকেই পারে। ডেস্টিনেশন যেহেতু জানেন, তাহলে রিসেপশনের ব্যবস্থা করেন।
: কিসের?
: একটা গ্র্যান্ড রিসেপশন মাস্ট বি এনশিওরড। ডেস্টিনেশন কত দূরে আছে, কত সময় লাগবে ইত্যাদি বিবেচনা করে আয়োজন শুরু করে দেন।
: ফান করেন? আমি প্রচুর ফাইট করতেসি ইন্টারনালি। আমি বুঝতেসিনা কি করব, আমার কোন উন্নতি নাই অবস্থার, কিছুতেই কিছু হয়না, কিছু শিখি না
: অ্যামো ওয়েপন্স আছে যথেষ্ট?
: অ্যামো? ওয়েপন্স?
: সাপ্লাই দেয়া লাগবে?
: নাই, সাপ্লাই দিয়া কাজ হবেনা হয়ত, বিশাল অপনেন্ট, আমার কেউ নাই, এনিটাইম অ্যামবুশ করলেই আমি শেষ
: আজিব! তাহলে অ্যামবুশের জন্য বৈসা আছৈন ক্যান?
: কি করবো?
: স্যারেন্ডার করেন। শর্তসাপেক্ষে সারেন্ডার করবেন। জেনেভা কনভেনশন সম্পর্কে পড়াশোনা করে নিতে পারেন।
: এইসবে কি কন? সারেন্ডার করলে কি হবে, আমি ভাঙ্গি তবু মচকাইনা
: অ। তাহলে শহীদ হয়ে যান।
: হুম।
: মাঝখানে ঝুইলা থাকার কি দরকার
: ফাইটিং করতেছি, ঝুইলা নাই।
: লোকবল লাগবে? মার্সেনারী সোলজার পাঠাবো?
: সেইটা কি?
: ভাড়াটে সৈন্য।
: অ।
: একা একা লড়াই করতেসেন, আরেকজন পাঠায়া দিই।
: কারে পাঠাবেন?
: যারে দিয়া হবে। বুকে বুক মিলায়া ফাইট করবে।
: বুকে বুক না, পিঠে পিঠ লাগায়া।
: ঠিকই আছে, যে যুদ্ধের যে নিয়ম।
: কাউরে দিয়া হবে না।
: হবে। দুইজনে ফাইট করলে লাভ আছে। রিলোড টিলোড করে দিতে পারবে, চাই কি দুইটা গুলিও করলো যদি দরকার হয়।
: কি বলেন এ্ইসব?
: গুলি টুলি লাগলে সেবাও।
: আমি কাউরে চিনি না।
: সমস্যা না। ফাইট করতে করতে চিনবেন।
: তাও ঠিক।
: বিবিএ এম্বিয়ে হবে?
: এই যুদ্ধে তারা কেন? এই যুদ্ধ তো মানসিক বিকারগ্রস্থতার। মনোবিজ্ঞানী হইলে পারত। কাউন্সেলর টাইপ কিছু।
: তাহলে মনোবিজ্ঞানের স্টুডেন্ট লাগবে?
: হবে না। আমার বন্ধু যারা সাইকলজিতে তারা নিজেরাই এক একটা সাইকো। কথা বলতে সাহস হয় না।
: তার মানে সোলজারও হবে, নার্সও হবে তাই তো? সমস্যা নাই নার্স সোলজার পাওয়া যাবে।
: নার্স? নার্স কেন? নার্স হইলে পালায়া যাবো।
: যুদ্ধক্ষেত্রে আছেন, পালাবেন কই?
: তাও ঠিক। কিন্তু আপনার ব্যাপারটা কি?
: আমার আবার কি ব্যাপার?
: মার্সেনারী সোলজার দিয়া বেড়াচ্ছেন?
: কাউরে না কাউরে তো করতেই হবে তাই না? তার দরকার এমপ্লয়ার, আপনার মার্সেনারি, মাঝে আমি ম্যাচমেকার।
: হুম।
: ছবিসহ একটা বায়ো পাঠাবো ভাই?

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *