প্রায় দুইবছর পরে দারাশিকো'র ব্লগের থিম পাল্টালাম।
যা কিছু পরিবর্তন হলো:
১. আগে কিছু ড্রপডাউন কিছু সাইড মেনু ছিল। এখন সবই ড্রপডাউন মেনু।
২. বাংলা-ইংরেজির মিশেল ছিল, এখন আর সেটা থাকছে না। পুরোটাই বাংলা করার চেষ্টা করেছি।
৩. ব্যানারটা আগে স্ট্যাটিক ছিল, এখন রেন্ডম ব্যানার। অবশ্য থিমে যে ব্যানার দেয়া ছিল সেগুলোই ব্যবহার করছি এখনো। নতুন ব্যানার তৈরী হয়নি। আসলে আমি পারি্ও না, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করছি যদি তারা ফ্রি-তে দুই একটা ব্যানার বানিয়ে দেয়। আপনারা কেউ সাহায্য করবেন নাকি? :P
৪. আগে ফিল্মমেকিং পাতায় পোস্ট দিতে পারতাম না, এখন সেখানেও ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সিনেমা নির্মান নিয়ে যা শিখছি-পড়ছি তা নিয়ে এখানে কিছু কিছু পোস্ট দেয়া যাবে।
৫. আগে পাঠকের পোস্টে রিপ্লাই দেয়ার সুযোগ ছিল না, এখন থেকে থাকছে। আশা করছি, এতে আরও ইন্টারঅ্যাকটিভ হবে সাইটটা।
আপনার মন্তব্য জানান, পরামর্শ তো অবশ্যই। টেকি ভাইদের থেকে কিছু টিপসও আশা করছি।
দারাশিকো'র ব্লগ ফ্যানপেজে লাইক দিন, আপডেটিত থাকুন।
কৃতজ্ঞতা - সাইট ডেভলপার: থিঙ্কপুল. নেট
8 মন্তব্যসমূহ
বস ভালাই লাগতাছে আপ্নের নতুন ড্রেস :)
উত্তরমুছুনমিনিমান দুইটা ধইন্যা বস।
উত্তরমুছুনএক, কমেন্টাইসেন :)
দুই, সুন্দর কমেন্টাইসেন :)
valoi hoise,but uporer train(naki) trum er pic ta kn ashlo bujhlam na??oikhane film related kisu dite paro.....keep it up
উত্তরমুছুনথ্যাংকু স্যার :)
উত্তরমুছুনউপ্রের ব্যানারটা ওয়েবসাইটের বিল্ট-ইন থিম। পাল্টাতে হবে। ডিজাইনের জন্য লোক খুজছি, আমার আইডিয়া আছে।
কয়েকটি দিন সময় লাগবে, আশা করছি এর মধ্যে বেশ কিছু ব্যানার তৈরী হয়ে যাবে :)
আপনাকে স্বাগতম সাইটে, মাঝে মাঝে দু একটা কমেন্টাইয়েন :)
আগের থেকে ভাল হয়েছে
উত্তরমুছুনধন্যবাদ মুসাফফা :)
উত্তরমুছুনIn one word...... nice......:)
উত্তরমুছুনধন্যবাদ সৌমিত্রদা, আছেন ভালো? :)
উত্তরমুছুন